জাতীয় পার্টিকে ভোটে অংশ নিতে দেয়া এজেন্সির খেলা: আখতার
জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেয়াকে এজেন্সির খেলা হিসেবে আখ্যায়িত করেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। বলেন, আইনের ফাঁক-ফোকর দেখিয়ে ইসি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে দিচ্ছে।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন তিনি।
আখতার হোসেন অভিযোগ করে বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে ইসি পক্ষপাতিত্ব করেছে। এদিকে, জামায়াতের সাথে নির্বাচনী জোট কেন্দ্র করে৷ এনসিপি থেকে যারা পদত্যাগ করেছেন, তাদের পদত্যাগপত্র অফিশিয়ালি গৃহীত হয়নি বলে জানান এনসিপির সদস্যসচিব।
জোটের আসন ভাগাভাগি এবং এই জোট সরকার গঠনের সুযোগ পেলে প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে এখনো আলোচনা চূড়ান্ত হয়নি বলেও জানান আখতার হোসেন।
