ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১৩ই পৌষ ১৪৩২


সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু


২৬ ডিসেম্বর ২০২৫ ১০:৪১

সংগৃহীত

ঘন কুয়াশার কারণে সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

 

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ রুটে ফে‌রি চলাচল শুরু হয়।

 

এর আগে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার পর থেকেই ঘন কুয়াশার কারণে এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশার ঘনত্ব এতোটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোনো নৌযান বা তীরভূমি স্পষ্ট দেখা যাচ্ছিল না।

 

পরে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে সাময়িকভাবে সব ধরনের ফেরি সার্ভিস স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)