ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২


তারেক রহমানের গণসংবর্ধনাস্থলে নেতাকর্মীদের সমাগম


২৫ ডিসেম্বর ২০২৫ ১১:০৭

সংগৃহীত

দীর্ঘ প্রায় ১৭ বছরের বেশি সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে তুলতে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট এলাকা) অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিপুল সংখ্যক নেতাকর্মী-সমর্থক।

 

৩০০ ফিট এলাকার আশপাশের বিভিন্ন সড়কে কেবলই সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের যানবাহনের দীর্ঘ সারি। বুধবার (২৪ ডিসেম্বর) রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের নেতাকর্মীরা জড়ো হন ৩০০ ফিট সড়কে। শীত উপেক্ষা করে, পরিবার-পরিজন, ভক্ত অনুসারীদের নিয়ে রাতে এখানেই অবস্থান করেন তারা।

 

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশে আসছেন তারেক রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা মঞ্চে আসবেন তারেক রহমান। দীর্ঘদিন পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন ঘিরে উচ্ছ্বসিত সবাই। গণসংবর্ধনা মঞ্চও প্রস্তুত পুরোপুরি। তবে উদ্দীপনার মাঝেও নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতারা।

 

আয়োজন ঘিরে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বিএনপি। মেডিকেল টিম এরইমধ্যে ৬ শয্যার ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। এছাড়া, ঢাকার প্রবেশমুখগুলোয় বিভিন্ন স্থানে পার্কিং স্থানও নির্ধারণ করা হয়েছে। বিমানবন্দরের যাত্রীদের জন্য বনানী এলাকায় থাকছে জরুরি হেল্প ডেস্ক।

 

বিএনপি জানিয়েছে, অবতরনের পর ৩০০ ফিট এলাকায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন তারেক রহমান। এরপর মা খালেদা জিয়াকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে।