ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই ডিসেম্বর ২০২৫, ৫ই পৌষ ১৪৩২


মোহনপুরে ভ্যেকু চাপা দিয়ে কৃষক কে হত্যা


১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪২

সংগৃহীত

রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষি জমিতে পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে জুবায়ের (২৫) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামের বিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই গ্রামের রফিজের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবন নির্বাহ করতেন। দুই বছর আগে তিনি বিয়ে করেছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বড় পালশা গ্রামের আব্দুল মজিদ ওরফে মন্জিলের ছেলে আনিসুজ্জামান রহমান বকুল, মুনতাজ হাজির ছেলে রুহুল ও রুবেলের নেতৃত্বে জমির মালিকদের সঙ্গে কোন কথা না বলেই জোর করে। পুকুর খননের জন্য ভেকু মেশিন দিয়ে কাজ চলছিলো । এসময় কৃষিজমি রক্ষায় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রাম বাসীরা ভেকু মেশিন ঘেরাও করে। ভেকু চালক গ্রামের লোকজন দেখে তাড়াতাড়ি করে ভেকু নিয়ে পালানোর চেষ্টা করে এবং ভেকুর মাথা ঘুরাতে থাকে। এতে গ্রামবাসীরা সবাই বসে পড়লেও জুবায়ের মাথায় ভেকুর বাড়ি লাগলে তিনি পড়ে যান সেই অবস্থায় ভেকুর ড্রাইভার তার উপর দিয়ে ভেকু মেসিন চালিয়ে দেয়। এতে জুবায়ের কাদার মধ্যে তলিয়ে যায় এবং শুধু তার পা বেরিয়ে থাকে। গুরুতর আহত হন জুবায়ের। স্থানীয়রা দ্রুত তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এতে বিক্ষিপ্ত গ্রামবাসীরা ভেকু মেশিন ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। 

 

ঘটনার খবর পেয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুদ্দীন ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছেন।

 

ওসি মঈনুদ্দীন জানান, “নিহতের পরিবার শোকে ভেঙে পড়েছে। তাদের সঙ্গে কথা বলে লাশটি ময়নাতদন্তের জন্য থানায় আনার চেষ্টা চলছে। আটক ভেকু চালক আব্দুল হামিদ (২৮)। এঘটনায় থানায় হত্যা মামলা রজু হবে বলে জানান ওসি।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।