ঢাকা শনিবার, ২০শে ডিসেম্বর ২০২৫, ৬ই পৌষ ১৪৩২


জয়নুল আবদিন ফারুকের মন্তব্য নির্বাচন সুষ্ঠু না হলে বাতিলের দাবি জামায়াতের টালবাহানা


২৮ অক্টোবর ২০২৫ ১৪:০৫

সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে বাতিলের দাবি উঠানোকে জামায়াতের টালবাহানা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

 

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

 

জামায়াতকে বন্ধু হিসেবে থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, কর্মসূচি নিয়ে মাঠে থাকুন, রাজনীতিবিদদের বেহেশতের কথা না বলাই ভালো। রাজনৈতিক বিভেদ সৃষ্টি না করাই ভালো। সাহস থাকলে নির্বাচনে আসুন।

 

তিনি আরও বলেন, ইসলাম ধর্মকে বিকৃত করে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তা গ্রহণ করবে না। নির্বাচন না দিয়ে ক্ষমতা আকড়ে ধরে রাখার চেষ্টা বিএনপির কোনও নেতাকর্মী সফল হতে দেবে না।

 

সরকারকে ডানে-বামে না গিয়ে ঘোষিত সময়ে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন জয়নুল আবদিন ফারুক।