ঢাকা মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৫, ১৬ই আশ্বিন ১৪৩২


একগাদা অভিযোগ এনে ‘বৈষম্যবিরোধী প্লাটফর্ম’ ছাড়লেন উমামা ফাতেমা


২৮ জুন ২০২৫ ১২:২৭

সংগৃহীত

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম মুখ ছিলেন উমামা ফাতেমা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব সামলিয়েছেন। এবার একগাদা অভিযোগ এনে সেই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

 

শুক্রবার (২৭ জুন) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান উমামা।

 

তিনি লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো।’