ঢাকা মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৫, ১৫ই আশ্বিন ১৪৩২


সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস


১ জুন ২০২৫ ১৩:২০

ফাইল ফটো

দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

রোববার (১ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসের খবরে এ তথ্য জানা গেছে।

 

আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যার মধ্যে রংপুর, টাঙ্গাইর, ময়মনসিংহ, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

 

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।