পেটের মধ্যে ইয়াবা বহন : শাহজালালে এপিবিএনের অভিযানে আটক

বিমানযাত্রী বেশে পেটের ভিতর ইয়াবা বহনকালে ২৮২০ (দুই হাজার আটশত বিশ) পিস ইয়াবাসহ হোছন আহমদ (৬০) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আজ শুক্রবার (১৬ মে) বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলা দায়ের করা হয়।
এয়ারপোর্ট আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীন BS-152 ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে হোছন আহমদ (৬০) কে বিমানবন্দর বলাকা ভবনের উত্তর পার্শ্ব এলাকা থেকে আটক করা হয়। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ৩০ টি বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপ মোড়ানো অবস্থায় ৩০ (ত্রিশ) টি পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ২৮২০ (দুই হাজার আটশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
হোছন আহমদ (৬০) দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সাথে যুক্ত বলে জানান রাকিবুল হাসান।
তিনি আরও জানান, এছাড়া সাম্প্রতিক সময়ে এয়ারপোর্ট আর্মড পুলিশের হাতে কয়েকটি পৃথক অভিযানে ১৬০০০ (ষোল হাজার) এর অধিক ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার অনীতা রানী সূত্রধর জানান "পূর্বের তুলনায় ইদানিং বিমানবন্দর ব্যবহার করে মাদক পরিবহনের তৎপরতা বেশী লক্ষ করা যাচ্ছে। আমরা বিমানবন্দর ঘিরে সকল অপরাধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি।"