ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ব্রাহ্মণবাড়িয়া কারাগারে বন্দিদের জন্য দিনব্যাপী ব্যতিক্রমী ঈদ আয়োজন


১ এপ্রিল ২০২৫ ১০:০২

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যতিক্রম আয়োজনের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে কারাবন্দিরা। সকল গ্লানি ও অবসাদ ভুলে গিয়ে দিনব্যাপী নানা আয়োজনে যেন একটি পরিবার হয়ে উঠেন তারা। দিনটি পালনে আজ সোমবার কারা অভ্যন্তরে বন্দিদের জন্য আয়োজন করা হয় ঈদ জামাতের। 

 

 

পরে সহস্রাধিক বন্দিদের দেয়া হয় উন্নতমানের খাবার। এছাড়া পরিবারের সাথে দেখা করতে ২০ মিনিট করে বিশেষ সাক্ষাতের ব্যবস্থা করা হয়। আর যাদের স্বজন আসতে পারেনি তাদেরকে পরিবারের সাথে কথা বলার জন্য টেলিফোনে ৫ মিনিট করে সময় দেয়া হয়।

 

 

এ যেন কারা জীবনের কষ্ট ভুলে আনন্দ উৎসবে মেতে উঠা। তবে আনন্দের মাত্রা আরো বেড়ে উঠে  কারাভ্যন্তরে বন্দিদের জন্য আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে। পাশাপাশি বন্দিদের সাথে সাক্ষাত করতে আসা আত্মীয়স্বজনদের অতিথি হিসেবে আপ্যায়ন-অভর্থনার মধ্যদিয়ে ঈদ শুভেচ্ছাও জানানো হয়। কারাবন্দিদের জন্য এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি বন্দিসহ স্বজনরা।

 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ শাহ আলম খান বলেন, বন্দিদের সংশোধনের মাধ্যমে প্রকৃত মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে কারা মহাপরিদর্শকের নির্দেশনা মোতাবেক এমন ব্যক্তিক্রম আয়োজনের উদ্যোগ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া কারাকর্তৃপক্ষ।