ঢাকা শনিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৫, ১২ই আশ্বিন ১৪৩২


কর্মসূচি প্রত্যাহার, চিকিৎসকদের সেবা কার্যকম শুরু


৪ সেপ্টেম্বর ২০২৪ ১০:১১

ফাইল ফটো

চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসা চিকিৎসকরা তাদের কর্মসূচি প্রত্যাহারের কথা জানিয়ে সব হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো-সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক আব্দুল আহাদ মঙ্গলবার রাতে এ ঘোষণা দিয়েছেন।

 

তিনি বলেন, চিকিৎসকদের দাবির মুখে সরকারের ‘দৃশ্যমান পদক্ষেপ’ ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের সব হাসপাতালে আগের মত পুরোদমে স্বাভাবিক কার্যক্রম চলবে।

 

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে তিন দফায় হামলা ও মারধরের ঘটনায় রাতেই কাজ বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। অন্য চিকিৎসকরাও তাদের কর্মবিরতিতে সংহতি জানান। রোববার সকাল থেকে হাসপাতালের সব বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। দেশের সরকারি হাসপাতালগুলোতেও কর্মবিরতির ডাক দেন চিকিৎসকেরা।

 

কর্মসূচি প্রত্যাহারের ঘোষণার আগে মঙ্গলবার বিকাল ৫টায় চিকিৎসক ও শিক্ষার্থীদের চার সদস্যের একটি প্রতিনিধিদল জ্যেষ্ঠ স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করেন।

 

তারা চারটি দাবি নিয়ে আলোচনার পর সংবাদ সম্মেলন করে পুরোদমে কাজে ফেরার ঘোষণা দেন।