ঢাকা রবিবার, ৪ঠা জানুয়ারী ২০২৬, ২১শে পৌষ ১৪৩২


কুমিল্লায় ৬ আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল


৩ জানুয়ারী ২০২৬ ১২:৪৬

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর কুমিল্লায় প্রথম দিনে ছয়টি সংসদীয় আসনে ৪৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ১৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

 

শুক্রবার (২ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী কুমিল্লার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

 শনিবার (৩ জানুয়ারি) জেলার আরও পাঁচটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

 

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান সাংবাদিকদের জানান, কুমিল্লা-১ আসনে ৫ জন, কুমিল্লা-২ আসনে ৪ জন, কুমিল্লা-৩ আসনে ২ জন, কুমিল্লা-৪ আসনে ২ জন, কুমিল্লা-৫ আসনে ১ জন এবং কুমিল্লা-৬ আসনে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

তিনি বলেন, মনোনয়নপত্রে স্বাক্ষর সংক্রান্ত ত্রুটি, প্রয়োজনীয় এক শতাংশ ভোটার সমর্থন তালিকায় অসামঞ্জস্যতা, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি এবং ব্যাংক ব্যালান্স সংক্রান্ত নথিপত্র যথাযথভাবে দাখিল না করায় এসব মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।