ঢাকা শনিবার, ৩রা জানুয়ারী ২০২৬, ২১শে পৌষ ১৪৩২


পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করতে পারবে না আইনশৃঙ্খলা বাহিনী


২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩১

ফাইল ছবি

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেদের পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করতে পারবেন না। যেকোনো অভিযানের সময় তাদের পরিচয়র দিতে হবে। এসংক্রান্ত্র একটি বিজ্ঞপ্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

আজ রবিবার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান এতে স্বাক্ষর করেছেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে, পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন।