ঢাকা শুক্রবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৫, ১২ই আশ্বিন ১৪৩২


শাহবাগে সময় সংবাদের প্রতিবেদক ও চিত্র সাংবাদিকের ওপর হামলা


১১ জুলাই ২০২৪ ১৮:২৬

ছবি: সংগৃহীত

শাহবাগে সময় সংবাদের প্রতিবেদক ও চিত্র সাংবাদিকের ওপর হামলা

রাজধানীর শাহবাগে সময় সংবাদের প্রতিবেদক ত্বোহা খান তামিম ও ফটো সাংবাদিক প্রিন্স আরেফিনের ওপর হামলা চালিয়েছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা। এ সময় আরেফিনের হাতে থাকা ভিডিও ক্যামেরা ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলার এমন একটি ভিডিও সময় সংবাদের হাতে এসেছে।

আবির লিখা কালো জার্সি পরা যুবককে সময় সংবাদের প্রতিবেদককে মারধর করতে দেখা যায়।
 
এতে দেখা যায়, আন্দোলনকারীরা হঠাৎ সময় সংবাদের প্রতিবেদক ত্বোহা খান তামিম ও ফটো সাংবাদিক প্রিন্স আরেফিনের ওপর চড়াও হয়। মাথায় বাংলাদেশের পতাকা বাঁধা ও আবির নাম লিখা কালো রঙের জার্সি পরা এক যুবক সাংবাদিক তামিমের ওপর আঘাত করতে থাকেন।
 
এক পর্যায়ে আরেকজনের হাত থেকে হেলমেট নিয়ে তামিমকে মারতে তেড়ে আসেন ওই যুবক। এ সময় কয়েকজন তাদের থামানোর চেষ্টা করলেও ঠাঁই দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুলিশে সদস্যদের।