ঢাকা মঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৫, ৯ই আশ্বিন ১৪৩২


মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন ত্রুটিপূর্ণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


২৩ মার্চ ২০২৩ ০০:২৭

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন প্রতিবেদন প্রকাশের আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেয়ায় সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এমন প্রতিবেদন প্রকাশকে দুঃখজনক বলেও উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান শাহরিয়ার আলম।

তিনি বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করা হবে।

এদিকে, নিবন্ধনবিহীন সংস্থার তথ্য-উপাত্ত নিয়ে এ ধরনের প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-ওয়াশিংটনের বন্ধুত্বপূর্ণ সর্ম্পকের মধ্যে এ ধরনের প্রতিবেদন প্রকাশ দুঃখজনক। প্রতিবেদনে প্রধানমন্ত্রীর পদ ও তার দফতরকে খাটো করে দেখা হয়েছে বলেও অভিযোগ করেন শাহরিয়ার আলম।

আইকে