ঢাকা সোমবার, ২২শে সেপ্টেম্বর ২০২৫, ৮ই আশ্বিন ১৪৩২


রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে সতর্ক থাকতে ডিসিদের নির্দেশ


২৬ জানুয়ারী ২০২৩ ০২:৪৫

আসন্ন রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে সতর্ক থাকতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নিত্যপণ্যের বাজার মনিটরিং প্রসঙ্গে টিপু মুনশি বলেন, রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ে ডিসিরা সতর্ক থাকবে। তারা সরকারের হাত। সরকারের সব পদক্ষেপ তাদের বাস্তবায়ন করতে হয়।

ভোক্তাদের অধিকারের বিষয়ে তাদের সচেতন করতে হবে বলেও জানান মন্ত্রী।

আইকে