ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


সুষ্ঠু নির্বাচনে প্রয়োজনীয় সব করা হবে


১৭ অক্টোবর ২০১৮ ০০:২৭

ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘সাংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করা প্রয়োজন, তা আমরা করব।’

মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে আঞ্চলিক ও জেলা নির্বাচনী কর্মকর্তাদের দিকনির্দেশনামূলক সভায় অংশ নিয়ে সিইসি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সত্ত্বা। সাংবিধানিক প্রতিষ্ঠান। কাজেই সাংবিধানিক দায়িত্ব থেকে কেউ কখনো বিচ্যুত হবেন না। আইনানুগ দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন পরিচালনায় ব্রতী হবেন।

নুরুল হুদা বলেন, ‘জাতীয় নির্বাচনের সময় সমগ্র জাতি একটা আবহ তৈরি করেন। কারণ, এই নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের আচরণবিধি মেনে চলা, সুশীল সমাজের পরামর্শ গ্রহণ করা, অন্য অংশীজনদের পরামর্শ গ্রহণ করা এবং আপনাদের বুদ্ধি-বিবেচনা কাজে লাগিয়ে প্রত্যাশিত নির্বাচনটি আপনারা জাতিকে উপহার দিবেন।’

ইসি সূত্রে জানা গেছে, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চূড়ান্তভাবে নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ১১টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে সভাটি শুরু হয়।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত রয়েছেন। এতে ১০ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ ৬৪ জন জেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত আছেন।

সূত্র আরো জানায়, শুধু জাতীয় সংসদ নির্বাচনই নয়, সংসদ নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে এই সভায়। সব মিলিয়ে সংসদ নির্বাচন এবং স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এক সঙ্গে নিচ্ছে কমিশন। একটি সুন্দর নির্বাচন উপহার দিতে যাবতীয় করণীয় নিয়ে কাজ করছে ইসি।

আরকেএইচ