ঢাকা মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫, ১৭ই পৌষ ১৪৩২


হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস


১৬ জানুয়ারী ২০২৩ ০৭:১২

সদ্য কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে বিএনপির এই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দলটির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মির্জা আব্বাসের হার্টবিট অনিয়মিত হচ্ছিল। কাশি, শ্বাসকষ্ট ও মূত্রজনিত সমস্যা বেড়ে গেছে। ফলে তাকে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, একই হাসপাতাল ভর্তি আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আইকে