ঢাকা মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫, ১৭ই পৌষ ১৪৩২


দেশের বিরুদ্ধে কিছু ল ফার্ম বানোয়াট তথ্য দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী


১০ জানুয়ারী ২০২৩ ১১:০৩

যুক্তরাষ্ট্রে বসে বাংলাদেশের বিরুদ্ধে কিছু ল ফার্ম বানোয়াট তথ্য দিচ্ছে। কিন্তু সরকার এই মুহূর্তে ভালো অবস্থানে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ কথা বলেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের বিরুদ্ধে কিছু ল ফার্মকে নিযুক্ত করা হয়েছে। এবং, তারা বিভিন্ন ধরনের বানোয়াট তথ্য দেয়। এর ফলে তারা হয়তো কিছু সময় কোনো ব্যক্তি বিশেষকে বিব্রত করতে পারে।

তিনি আরও বলেন, সরকার এসব বিষয়ে বিব্রত নয়। কারণ, সরকার এখন ভালো অবস্থানে আছে। বরং দুর্বলতা থাকলে সেটা সমাধান করা হবে।

আইকে