ঢাকা মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫, ১৭ই পৌষ ১৪৩২


নেত্রী নিশ্চয়ই তাকে বিশেষ দায়িত্ব দেবেন : কাদের


৭ জানুয়ারী ২০২৩ ০৯:০৪

মন্ত্রিপরিষদ সচিব পদ থেকে সদ্য অবসরে যাওয়া কবির বিন আনোয়ার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তাকে নিয়মিত অফিসে বসতে বলেছেন। নিশ্চয়ই তাকে কোনো বিশেষ দায়িত্ব দেবেন।

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তবে তাকে কী দায়িত্ব দেওয়া হবে, সেটি এখনও আমি জানি না। তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। তাকে কোনো দায়িত্ব দিলে অবশ্যই আপনারা জানতে পারবেন। এতো তাড়াহুড়োর কিছু নেই।

এদিন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ভাতৃপ্রতীম ও সহযোগী সংগঠনের যৌথসভায় যোগ দেন কবির বিন আনোয়ার। সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, ডা. দীপু মনিসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

আইকে