ঢাকা মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫, ১৬ই পৌষ ১৪৩২


‘এমন ছাত্রলীগ চাই না’—ক্ষুব্ধ ওবায়দুল কাদের


৩ ডিসেম্বর ২০২২ ০২:৪০

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হওয়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলনে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এমন ছাত্রলীগ আমরা চাই না’।

আজ শুক্রবার আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বক্তব্যের একপর্যায়ে বিশৃঙ্খলা দেখা দিলে ছাত্রলীগের নেতাকর্মীর ওপর চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা কি ছাত্রলীগ? কোনো শৃঙ্খলা নেই। জয়-লেখক (ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক) এটা কি ছাত্রলীগ? পোস্টার নামাতে বললাম, তারা নামায় না। এরা কারা, আমি খোঁজ নিচ্ছি। এত নেতা স্টেজে, তাহলে কর্মী কোথায়? এমন ছাত্রলীগ চাই না।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘এ ছাত্রলীগ শেখ হাসিনার ছাত্রলীগ, বঙ্গবন্ধুর ছাত্রলীগ নয়। মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না। মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে।’

এ সময় সম্মেলনে বক্তৃতা করতে না পারায় ক্ষুব্ধ হয়ে মঞ্চ ছাড়েন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত চারনেতা।

তারা হলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বাবু।

সম্মেলনটি উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয়।

আইকে