ঢাকা রবিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৫, ৭ই আশ্বিন ১৪৩২


করোনা টিকার ৪র্থ ডোজ দেওয়ার সুপারিশ


৩০ নভেম্বর ২০২২ ২৩:৪১

সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব নাগরিক ও গর্ভবতীদের করোনার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি।

কারিগরি কমিটির এক সদস্য এ তথ্য জানান।

তিনি িবলেন, ভাইরাসের অতিসংক্রামক ধরন আর ওমিক্রনে সংক্রমিত হওয়ার হাত থেকে সুরক্ষিত রাখতে প্রাথমিকভাবে কেবল দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদেরই টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, লক্ষ্যমাত্রা মোট জনসংখ্যার ৭০ শতাংশের বেশি মানুষ টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন। আর দ্বিতীয় ডোজের পরিবর্তে তৃতীয় ডোজ নিয়েছেন ৪৭ দশমিক ৬ শতাংশ।

২০২১ সালে শুরু হয় দেশে করোনা টিকার কার্যক্রম।

নতুনসময়/আইকে