ঢাকা মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫, ১৬ই পৌষ ১৪৩২


যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের পদক্ষেপ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


২৮ নভেম্বর ২০২২ ২৩:৫৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৮ নভেম্বর) সকালে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স এ আয়োজিত ইন্টারন্যাশনাল ইউমেন পিস অ্যান্ড সিকিউরিটি সেমিনারে এ আহ্বান জানান তিনি।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী সদস্যদের ভূমিকার প্রসংশা করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারীরা বিশেষ ভূমিকা রাখছে, উজ্জ্বল করছে দেশের ভাবমূর্তি। নারী সদস্যদের এমন ভূমিকার জন্য শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর্বং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নতুনসময়/আইকে