ঢাকা মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫, ১৬ই পৌষ ১৪৩২


বঙ্গবন্ধু টানেলের মাধ্যমে অর্থনৈতিক গুরুত্ব আরও বাড়বে: প্রধানমন্ত্রী


২৭ নভেম্বর ২০২২ ০১:৩১

বঙ্গবন্ধু টানেলের মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও তিনি বলেন, এই টানেলের ফলে চট্টগ্রামের গুরুত্ব আরও বাড়বে।

শনিবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের দক্ষিণ টিউবের পূর্ত কাজ সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু টানেলের ফলে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দেশের অর্থনীতি গতিশীল হবে। পরিকল্পিতভাবে গড়ে তোলা গেলে নদীর ওপারে আধুনিক নগরী গড়ে তোলা সম্ভব হবে, আনোয়ারা প্রান্তে ভারী শিল্পকারখানা স্থাপিত হবে। এই টানেলের মাধ্যমেই চট্টগ্রাম হবে ‘ওয়ান সিটি টু টাউন’।

প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে নির্মিত প্রথম টানেলটি জানুয়ারিতে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। ইতোমধ্যে প্রায় ৯৩ শতাংশ কাজ শেষ হয়েছে।

এর আগে, ২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যৌথভাবে কর্ণফুলী টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নতুনসময়/আইকে