ঢাকা বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ৩রা আশ্বিন ১৪৩২


মাদারীপুরে আক্রান্ত বেড়ে ৩৮ জন, সুস্থ ২২


৪ মে ২০২০ ২৩:৫০

গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো দুইজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ জনে। তাদের মধ্যে রয়েছেন মাদারীপুর সদর উপজেলায় ১০ জন, শিবচরে ২০ জন, রাজৈরে জন এবং কালকিনিতে একজন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সদর উপজেলার ৪ জন এবং কালকিনি ও শিবচর উপজেলায় একজন করে মোট ৬ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন।

সোমবার (৪ মে) দুপুরে জেলার সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন শিবচর উপজেলার পৌরসভা এলাকার ফল ব্যবসায়ী ও অন্য ঢাকা থেকে আসা রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামের যুবক। দুজনেরই বয়স ২০ বছর।

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, মাদারীপুরে করোনা আক্রান্ত ৬ জন সুস্থ হয়ে যাওয়ায় সোমবার ছাড়পত্র দিয়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের মধ্যে সদর উপজেলার ৪ জন এবং শিবচর ও রাজৈর উপজেলায় একজন করে ছাড়পত্র পান। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২জন, এখনো চিকিৎসাধীন আছেন ১৪ জন। মারা গেছেন ২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০২টি নমুনা পাঠানো হলেও ৫৫টির রিপোর্ট হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ২ জনের করোনা পজিটিভ আসে। সর্বমোট ৫৭৭টি নমুনা পাঠিয়ে প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ৫৫৪টি।

নতুন সময়/এআর