ঢাকা বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ৩রা আশ্বিন ১৪৩২


করোনা: স্বাস্থ্য অধিদপ্তরকে সুরক্ষা সামগ্রী দিল রাজউক


৪ মে ২০২০ ২৩:১২

করোনা রোগীদের চিকিৎসা সেবা উন্নয়নে এবং ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তরকে সুরক্ষা সামগ্রী দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের সব কর্মকর্তার ও কর্মচারীদের পক্ষ থেকে এই সুরক্ষা সামগ্রী দেওয়া হয়।

সোমবার (০৪ মে) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর এক প্রেস বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা রোগীদের চিকিৎসা সেবা উন্নয়নে এবং ভাইরাসের সংক্রমণ রোধে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরকে বেশ কিছু সুরক্ষা সামগ্রী দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে- ১০০০টি এন-৯৫ মাস্ক, ১০০ বক্স ল্যাটেক্স গ্লাভস ও ৫০টি থার্মোমিটার। রাজউকের সব কর্মকর্তার-কর্মচারীদের পক্ষ থেকে এই সুরক্ষা সামগ্রী দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ এর কাছে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন রাজউকের সদস্য উন্নয়ন (অব.) মেজর সামসুদ্দিন আহমদ চৌধুরী।

নতুন সময়/এআর