ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১৩ই পৌষ ১৪৩২


করোনা মোকাবিলায় সবাইকে কাজ করতে হবে


২ মে ২০২০ ২৩:১৮

ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। কোনো চিকিৎসক জনগণকে সেবা না দিলে সেটার দায়ভার চিকিৎসক সমাজ নেবে না। করোনা আক্রান্ত ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। তাদের সাহস জোগাতে হবে।

শনিবার (০২ মে) বিকেল ৩টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দিনাজপুর জেলায় গৃহীত কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন, সিভিল সাজর্ন ডা. আব্দুল কুদ্দুছ প্রমুখ।

নতুন সময়/এআর