ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ইবিতে প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রলীগের দোয়া


২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৬:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রলীগ।
 
আজ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম, ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, ছাত্রলীগ নেতা রিজভি আহমেদ পাপন, মিজানুর রহমান লালন, ফয়সাল সিদ্দিকি আরাফাত, শাহজালাল সোহাগ, আব্দুল্লাহ আল মামুন, অনিক, ফজলে রাব্বিসহ ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী।
 
জানা যায়, দোয়া মহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্য ও নিরাপদ জীবন এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আ স ম শোয়াইব আহমদ।
 
একেএ