ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১৩ই পৌষ ১৪৩২


৯২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা


১৬ এপ্রিল ২০২০ ১৮:০৪

করোনাভাইরাসের কারণে মন্দা মোকাবিলায় ৯২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় ঢাকা বিভাগের মাঠ প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের মানুষকে মন্দা থেকে রক্ষার জন্য আগাম কর্মসূচি নিয়েছে সরকার। মন্দা মোকাবিলায় ৯২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হয়েছে। আরও ৫০ লাখ মানুষ পাবে রেশন কার্ড।