ঢাকা বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ৩রা আশ্বিন ১৪৩২


পোশাক কারখানাও ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত


১১ এপ্রিল ২০২০ ০২:২৫

করোনাভাইরাসে সংক্রমণ প্রতিরোধে সরকারের ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি হওয়ায় দেশের সব তৈরি পোশাক কারাখানাও এই তারিখ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার সব কারখানার মালিকদের কাছে এ ব্যাপারে একটি চিঠি দিয়েছে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমএইএ এবং বিকেএমইএ।

বিষয়টি জানিয়ে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠানগুলো আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এ সময়ের মধ্যে বেতন দেয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সেক্ষেত্রে নিজ নিজ অ্যাসোসিয়েশন (বিজিএমইএ/বিকেএমইএ) এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে বলে গার্মেন্টস মালিকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে।