ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১৩ই পৌষ ১৪৩২


দেশে আরও দুজনের শরীরে করোনা সংক্রমণ, মোট আক্রান্ত ৫১


৩১ মার্চ ২০২০ ২৩:৪৮

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৪০ জনের নমুনা পরীক্ষা করে দুজনের শরীরে এই প্রাণঘাতী ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)।

তবে এই বৈশ্বিক মহামারীতে বাংলাদেশে নতুন করে কারও মৃত্যু হয়নি। কাজেই কোভিড-১৯ মৃতের সংখ্যা আগের মতোই পাঁচজন রয়ে গেছে। মোট আক্রান্ত ৫১ জন।

মঙ্গলবার বিকালে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে গেছেন আরও ১৩ জন। সুস্থ হয়ে ফিরেছেন ৬ জন। অর্থাৎ ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সর্বমোট সুস্থ হয়েছেন ২৫ জন।

এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১৬০২ জনের।

সেব্রিনা বলেন, নতুন আক্রান্ত দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ৫৭ বছর। তিনি সৌদি আরব থেকে এসেছেন। তার শারীরিক অবস্থা ভালো। কিন্তু তার ডায়াবেটিস রয়েছে।

‘দ্বিতীয় জনের বয়স ৫৫ বছর। তার বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। কোভিড-১৯ রোগের পাশাপাশি তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। তার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছে।’