ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


মুফতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দেশে ফিরলেই


২৫ সেপ্টেম্বর ২০১৮ ২০:০৫

প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর তার বহনকারী বিমানের গেট খোলা নিয়ে সৃষ্ট অনিয়মের ও গাফিলতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বিমানের ঊর্ধ্বতন সূত্রে এ তথ্য জানা গেছে, বিমানের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে বিতর্কের জন্ম দেয়া কেবিন ক্রু সৈয়দা মাসুমা মুফতি ও কাস্টমার সার্ভিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নুরুজ্জামান রঞ্জুকে গ্রাউন্ডেড করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার লন্ডনের উদ্দেশে প্রধানমন্ত্রীকে বহন করা বিজি-০০১ ফ্লাইট ছাড়ার আগমুহূর্তে ডোপ টেস্টে বিমানের কেবিন ক্রু সৈয়দা মাসুমা মুফতির শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়।

চিফ মেডিকেল অফিসার (সিএমও) কর্তৃক ডোপ টেস্ট করানো রিপোর্ট পজিটিভ হওয়ায় ফ্লাইট থেকে বহিষ্কার করা হয়।

বিষয়টি কাউকে না জানাতে সিএমওকে অনুরোধ করেন। লন্ডনে তিনি অন্য ক্রুকে বিষয়টি গোপন রাখতে ভয়ভীতি দেখান। তারপরও বিষয়টি মন্ত্রণালয় জানতে পেরে মুফতি এবং রঞ্জুকে গ্রাউন্ডেড করা হয়।

লন্ডনে পৌঁছার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ওয়ান-এল গেট খোলার বদলে আগে টু-এল গেট খুলে দিয়ে সাধারণ যাত্রীদের প্রথমে বের হতে সুযোগ করে দেন নুরুজ্জামান রঞ্জু। যে কারণে ২০ মিনিটের মতো বেশি সময় ফ্লাইটে থাকতে হয় প্রধানমন্ত্রীকে। বিমানের ঊর্ধ্বতন কর্তারা বিষয়টিকে সঙ্গত কারণে স্বাভাবিকভাবে নেননি।

এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোদাদ্দেক আহমেদ জানায়, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মহিবুল হক জানান, বিমানের কাছ থেকে আমরা ঘটনার লিখিত একটি বিবারণ চেয়েছি, আজ সেটি দেওয়ার কথা রয়েছে।

এসএমএন