ঢাকা মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২


সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


১৮ জানুয়ারী ২০২০ ২২:৫৭

সংগৃহিত

বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে এক বার্তায় এই শোক জানানো হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

শোক বার্তায় আব্দুল মান্নানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রধানমন্ত্রী।

এর আগে সকাল সোয়া আটটার দিকে ঢাকার ল্যাড এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মান্নান। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।