ঢাকা মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২


ঢাকা দক্ষিণ যুবলীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরকে ফুলের শুভেচ্ছা


২৮ ডিসেম্বর ২০১৯ ০৯:৩৯

ছবি সংগৃহীত

এশিয়া মহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগে দ্বিতীয়বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ হতে সংগঠনটির সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ। আজ সকালে ওবায়দুল কাদেরের বাসভবনে যুবলীগ কর্মীদের নিয়ে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি এবং ‘আমাদের অধিকার পত্র’ পত্রিকার সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে ওবায়দুল কাদেরের মতো কর্মীবান্ধব নেতা দেশের প্রাচীনতম বৃহৎ সংগঠন আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন।

এ সময় তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে কাদের ভাইয়ের মত ত্যাগী ও কর্মী বান্ধব হিসেবে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে তার দোয়া ও পরামর্শ নিতে এসেছি। সবার কাছে দোয়া চাচ্ছি।