ঢাকা মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২


পদত্যাগ করে মাহবুব তালুকদারের কথা বলা উচিত ছিল: তথ্যমন্ত্রী


২৭ ডিসেম্বর ২০১৯ ০৩:৩৫

নির্বাচন কমিশন (ইসি) ও নির্বাচনী ব্যবস্থা নিয়ে কমিশনার মাহবুব তালুকদার যে বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তিনি (মাহবুব তালুকদার) যেসব কথা বলেছেন, তা তাঁর পদত্যাগ করে বলা উচিত ছিল। পদে থেকে এ ধরনের কথা বলা আত্মপ্রবঞ্চনা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থার সংস্কার হয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। যুগের চাহিদা অনুযায়ী এটা হতেই পারে।

তিনি আরও বলেন, এক সময় আমাদের দেশে হাত তুলে ভোট নেয়া হতো। এরপর শুরু হয় ব্যালটের মাধ্যমে নেয়া। বর্তমানে ইভিএম মেশিনে ভোট দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সুতরাং নির্বাচন গ্রহণ একটি চলমান প্রক্রিয়া। উল্লেখ্য, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গতকাল বুধবার বলেন, খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পুনরাবৃত্তি ঢাকার দুই সিটি নির্বাচনে তিনি দেখতে চান না। তাঁর অভিজ্ঞতা হচ্ছে নির্বাচন কমিশন আইনগতভাবে স্বাধীন। কিন্তু বাস্তব ক্ষেত্রে সেই স্বাধীনতা নির্বাচনপ্রক্রিয়ার কাছে বন্দী। এ জন্য নির্বাচনপ্রক্রিয়ার সংস্কার প্রয়োজন।

নতুনসময়/আইকে