ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২


তালিকা করতে ৬০ পয়সাও খরচ হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী


২০ ডিসেম্বর ২০১৯ ০৫:৪০

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা তো দূরের কথা ৬০ পয়সাও খরচ হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলের সমালোচনার জেরে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। এসময় মন্ত্রী বলেন, ‘শুনেছি কারও কাছে, কেউ বলছেন– রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে। ৬০ কোটি টাকা তো নয়-ই, ৬০ পয়সাও খরচ হয়নি।’

সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, ‘যারা ৬০ কোটি টাকা ব্যয় হয়েছে এমন কথা বলছেন- তাদের প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে না পারলে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন, না হয় তাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।’

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে ১০ হাজার ৭৮৯ জনের নাম প্রকাশ করা হয়। তবে সমালোচনার মুখে এই তালিকা বুধবার (১৮ ডিসেম্বর) স্থগিত করা হয়। তালিকা যাচাই করে আগামী ২৬ মার্চ প্রকাশ করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।