ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২


মহান বিজয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ-এর কর্মসূচি পালন


১৭ ডিসেম্বর ২০১৯ ০৩:৫১

বর্ডার গার্ড বাংলাদেশ বিপুল উত্সাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে। মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবি সদর দপ্তরসহ বাহিনীর সকল রিজিয়ন সেক্টর, ব্যাটালিয়ন ও ইউনিটসমূহে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। দিবসের কর্মসূচি অনুযায়ী বাদ ফজর বিজিবির সকল ইউনিট মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত, জাতির শান্তি ও সমৃদ্ধি এবং বিজিবির উত্তরোত্তর অগ্রগতি কামনা করে দোয়া করা হয়। বাহিনীর সদর দপ্তরসহ সকল ইউনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭টায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, এনডিসি, পিএসসি পিলখানাস্থ সীমান্ত গৌরব স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিজিবি মহাপরিচালক, সকল কর্মকর্তা ও বিজিবির একটি সুসজ্জিত দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে।