খাগড়াছড়িতে মানবাধিকার দিবস পালিত

“মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” এই প্রতিপাদ্যকে ধারণ করে খাগড়াছড়িতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে জেলা প্রশাসন, মানবাধিকার কর্মীরা ছাড়াও বিভিন্ন পেশাজীবীসহ জনসাধারণ অংশ গ্রহন করেন।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা করে। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ’এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, খাগড়াছড়ি মানবাধিকার কমিশনের সভাপতি এডভোকেট মোঃ মহিউদ্দিন কবির, সিভিল সার্জনের প্রতিনিধিসহ বিভিন্ন স্থরের সরকারি-বেসারকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, আমাদের সবার উচিৎ সকল মানুষকে সমান মর্যাদা দেওয়া এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা। সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে না পারলে মানবাধিকার কখনো নিশ্চিত হবেনা। এখন আমাদের উচিৎ হবে আমাদের দেশে সর্বক্ষেত্রে মানবাধিকার নিশ্চিত করার জন্য স্ব-স্ব অবস্থান হতে সক্রিয় ভূমিকা রাখা। আমরা এখন হতে মানবাধিকার চর্চা করব এবং অন্যের অধিকার হরণ হয় এমন কোন কাজ করা হতে আমরা বিরত থাকব।