আশুলিয়ায় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
-2019-11-27-18-56-39.jpg)
মঙ্গলবার রাতে রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নুরুল ইসলাম মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক দুলাল মিয়া কুড়িগ্রাম জেলা সদর থানার গোবিন্দপুর গ্রামের কলিমুদ্দিন মোল্লার ছেলে। সে ওই এলাকায় থেকে কোন এক পোশাক করখানায় চাকরি করতো বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার একটি মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে। সে আশুলিয়ার বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক সরবরাহ করে আসছিলো বলে জানা যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান সুজন বলেন, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।