নারীদের মাসিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আলিফ হাসান, উত্তরা প্রতিনিধি: নারীর শরীর বিকাশে অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়ার নাম মাসিক। কিন্তু মাসিক নিয়ে আমাদের সমাজে নানা ধরনের ভ্রান্ত ধারণা থাকায় এ সময়টিতে একজন নারী বা কিশোরী এক অস্বস্থি:কর পরিস্থিতির মধ্যে পড়ে, তাদের জীবন হয়ে পড়ে দূর্বিষহ। এমনকি অতি স্বাভাবিক এ বিষয়টি সহজভাবে মোকাবেলা করার মত পূর্ব প্রস্তুতি অনেকেরই থাকে না।’
মাসিক নিয়ে সঠিক তথ্যের অভাব, অন্ধ কসংস্কার এবং তা থেকে ক্রমাগত ভল চর্চা একজন কিশোরীর প্রজনন স্বাস্থ্যকে মারাত্নক ঝুঁকির মধ্যে ফেলে দেয়, যা অনেক সময় তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। এই বিষয়ে ঢাকা নর্থ লেডিস ক্লাব উওরা কর্তিক আয়োজিত মহিলাদের মাসিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে দক্ষিণখান চালাবন হাজী বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনামূলক পাত্তা দেয়া হয়েছে।
হাজী বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ জানান তার ইস্কুলে সাপ্তাহে একদিন শিক্ষার্থীদের মাঝে এই সচেতনামূলক মেসেজ দিবেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনবিআরের অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বেলাল।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নর্থ লেডিস ক্লাব উওরার সভাপতি আরফিনা বিল্লাল।