ঢাকা সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন ১৪৩২


হযরত শাহজালাল বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা উদ্ধার


১৫ অক্টোবর ২০১৯ ০৯:১৬

ছবি সংগৃহীত

আলিফ হাসান, উওরা প্রতিনিধি: কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪১,৬৯,৭১৭ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা আটক করা হয়েছে। কমিশনারের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারী করতে থাকে। বোর্ডিং ব্রিজ এলাকায় নজরদারী ও তল্লাশীর একপর্যায়ে দুপুর আনুমানিক ১২ঃ৩০ টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাংককগামী ফ্লাইট নং-BS213 এর যাত্রী আহমেদ আশিক মাহমুদকে বোর্ডিং ব্রিজ নম্বর-৬ এর মাধ্যমে বোর্ডিং সম্পন্নকালে প্রিভেন্টিভ টিম চ্যালেন্জ ও তল্লাশী করলে তার হাতের ট্রলি ব্যাগে ৪১,৬৯,৭১৭ টাকা মূল্যমানের সৌদি রিয়াল, ইউএস ডলার ও থাই বাথ পাওয়া যায়।

বৈদেশিক মুদ্রা বহনকারী যাত্রীকে পুলিশে সোপর্দকরনসহ আটককৃত বৈদেশিক মুদ্রার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।