ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২


ফরিদপুরের নগরকান্দায় বাস দুর্ঘটনায় নিহত ২


৮ অক্টোবর ২০১৯ ২২:৪৯

প্রতিকি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার নাগারদিয়ায় গোল্ডেন পরিবহনের একটি বাস দ্রুতগতির কারণে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ নিহত হন। এ ঘটনায় আহত অন্তত ২০ জনকে ভাঙ্গা ও মুকসুদপুর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ সজিবুর রহমান।

তিনি জানান, সোমবার রাত সোয়া ১১টার দিকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি বাস ওই এলাকায় দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খায়। খবর পেয়ে ভাঙ্গা, নগরকান্দা ও মুকসুদপুর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছে উদ্ধার কাজ চালায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।