ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


হামলার র্টাগেট পুলিশ


২ সেপ্টেম্বর ২০১৯ ০২:৫৭

ফাইল ফটো

পুলিশের উপর একাদিক হামলা চালিয়েছে দুস্কৃতিরা,এরা পুলিশের শক্ত মনোবল ভাঙ্গার জন্য এ ধরনের হামলা চালিয়ে থাকতে পারে। সব বিষয় নিয়ে পুলিশ তদন্ত করছে সম্প্রতি ঘটে যাওয়া প্রায় তনি মাস আগেও গুলিস্তান পুলিশ বক্সে বোমা হামলা চালিয়ে ছিল। সে সময় হামলায় কয়েকজন পুলিশ আহত হয়। এর আগে মালিবাগে পুলিশকে লক্ষ করে বোমা নিক্ষেপ করে ,পল্টন –খামার বাড়ীতে পুলিশ বক্সের পাশে বোমা পুতে রেখেছিল।

এসব বিষয় গুলো পুলিশের নজরে আছে ,এগুলি জঙ্গি হামলা না অন্য কিছু আইনশৃংখলা বাহীনি নিবীর ভাবে খতিয়ে দেখছে। নাশকতা মোকাবলো করতে প্রশাসনও প্রস্তুত আছে বলেছেন আসাদুজ্জামান মিয়া । আজ রবিবার নিজ র্কাযালয়ে সাংবাদকিদরে সাথে আলাপ কালে এমন মন্তব্য করেন আসাদুজ্জামান মিয়া।তিনি বলেন,এ ঘটনায় আইএস এর দায় স্বীকার কতোটা সত্য তা খতিয়ে দেখা হচ্ছে

উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, তাদের সঙ্গে আন্তর্জাতিক কোনো সংগঠনের যোগাযোগ আদৌ আছে কি-না, নাকি অভ্যন্তরীণ ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব প্রচারণা। তা জানার জন্য আমরা আন্তর্জাতিক পর্যায়েও যোগাযোগ অব্যাহত রেখেছি। এসব ঘটনার সঙ্গে রাজনৈতিক ও বৈশ্বিক চক্রান্ত রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। ২০১৫ সালে দেশজুড়ে আগুন সন্ত্রাসের মাধ্যমে তান্ডব চালনো হয়েছিলো। ২০১৬ সালে হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার পর পুলিশ মোটাদাগে তাদের নেটওয়ার্ক দূর্বল করে দিতে সক্ষম হয়েছে। যে কারণে পুলিশের উপর ক্ষোভ থাকা স্বভাবিক।