ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি


১ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩২

ফাইল ফটো

নিয়মিত মেডিকেল চেকআপ করতে আট দিনের সফরে লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। শনিবার (৩১ আগস্ট) স্থানীয় সময় বেলা ৩টায় রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট লন্ডন হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দা মুনা তাসনিম। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিয়মিত মেডিকেল চেক আপের জন্য শনিবার সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বঙ্গভবন প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, আগামী ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। এছাড়াও তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

নতুনসময়/আইকে