ঢাকা সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২


রাজধানীতে বন্দুকযুদ্ধে নিহত ১


২৯ জুলাই ২০১৯ ১৯:৫৭

ছবি সংগৃহিত

রাজধানীর হাজারীবাগে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সুমন (২২) নামে এক মাদক ও অস্ত্র বিক্রেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। সোমবার ভোরে হাজারীবাগের শিকদার মেডিক্যালের পেছনে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত সুমন মাদক ও অস্ত্র বিক্রেতা ছিলেন। হাজারীবাগ থানার এসআই কাওছার আহমেদ জানান, ভোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামকে) হাসপাতালে নেয়া হয়। সকাল সাড়ে ৭টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।