ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


রেনু হত্যায় গ্রেফতার আরো পাঁচজন


২৫ জুলাই ২০১৯ ২১:৫৫

রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু নিহতের ঘটনায় আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে বৃহস্পতিবার ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-মুরাদ (২২), সোহেল রানা (৩০), বিল্লাল (২৮), আসাদুল (২২) ও রাজু (২৩)।

উল্লেখ্য, ২০ জুলাই সকালে উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ জনতা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওইদিন বাড্ডা থানায় ৪০০-৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের ভাগনে নাসির উদ্দিন।