ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


আজ মিরপুর ও কালশিতে ১১ ঘণ্টা গ্যাস থাকবে না


১৭ জুলাই ২০১৯ ১৯:২২

 ছবি সংগৃহীত

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডতিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জরুরি মেরামত কাজের জন্য বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মিরপুর ও কালসিসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে।

তিতাসের এক কমকর্তা জানান, জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হবে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসিবি থেকে মিরপুর পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালসি ফ্লাইওভারের নির্মাণকাজ করা হবে। এজন্য ওই এলাকায় অবস্থিত তিতাসের পাইপলাইন স্থানান্তরের জন্য মিরপুর ১০, ১১, ১২, ১৩, ১৫ এবং কালশি রোডের দুই পাশসহ আশেপাশের এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাসের সরবরাহ বন্ধ রাখা হবে। ১৭ জুলাই সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ১১ ঘণ্টা এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশেপাশের এলাকাও গ্যাসের চাপ কম থাকবে।