ঢাকা রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২


সিএমএইচে ভর্তি এরশাদ, শারীরিক অবস্থার অবনতি


২৭ জুন ২০১৯ ০৩:৩২

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সংকটাপূর্ণ অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বুধবার খবরটি নিশ্চিত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেন, সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে সিএমএইচে নেয়া হয়। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

এর আগে সিঙ্গাপুরের চিকিৎসা শেষে দেশে ফিরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।


নতুনসময়/এমএন