ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, তারেকসহ জোটের ১১ জনের বিরুদ্ধে মামলা


৪ জানুয়ারী ২০২০ ০১:০১

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান আদালত। গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে মামলাটি করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৭ ডিসেম্বর মিরপুর ১ নম্বরের মুক্তিপ্লাজায় বাদীর অফিসে যায় আসামিরা। এ সময় তারা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে নেয়ার কথা বলে, না হলে বোমা মেরে বাড়ি উড়িয়ে দেয়ার হুমকি দেয়। তারেক রহমান লন্ডনে বসে তাদের নির্দেশ দিয়েছেন এবং তারা মামলার বাদী এবি সিদ্দিক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন।

নতুনসময়/আইকে