ঢাকা বুধবার, ৩রা সেপ্টেম্বর ২০২৫, ১৯শে ভাদ্র ১৪৩২


গাজায় একদিনে আরও ৭১ ফিলিস্তিনিকে হত্যা


২৭ জুন ২০২৫ ১২:১৩

সংগৃহীত

গাজায় বিতর্কিত মানবিক প্রকল্পের আড়ালে খাদ্য সহায়তাকেন্দ্রগুলো হয়ে উঠেছে জল্লাদখানা। প্রতিদিন খাবারের লাইনে অপেক্ষায় থাকা মানুষের ওপর গুলিতে হতাহতের শিকার হন অনেকে। গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৭১ ফিলিস্তিনি।

 

শুক্রবার (২৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

 

প্রতিবেদনে বলা হয়, গাজা সিটি থেকে দেইর আল বালাহ- গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অনেকে। হামলার কবল থেকে রেহাই পায়নি আশ্রয়কেন্দ্রগুলোও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

 

নেটজারিম করিডোরের খাদ্য সহায়তা বিতরণকেন্দ্রে অপেক্ষমাণ অবস্থায় গুলিতে নিহত হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি। আহতও হয়েছেন বেশ কয়েকজন।

 

এদিকে গাজা সরকার জানিয়েছে, গত এক মাসে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের পরিচালিত সহায়তাকেন্দ্রে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪৯ জন।

 

এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানায়, চার সপ্তাহ আগে মার্কিন ও ইসরায়েলি সমর্থিত জিএইচএফ পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতে মানবিক সহায়তা আনতে গিয়ে কমপক্ষে ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৬৬ জন।