ঢাকা শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র ১৪৩২


হাসপাতাল থেকে পালিয়েছে ১১ জন করোনা রোগী


১৬ মার্চ ২০২০ ২২:৩৭

করোনা ভাইরাসের এখনো কোনো স্বীকৃত ওষুধ আবিষ্কৃত হয় নি। এই ভাইরাসে আক্রান্ত হলে সংক্রমণ ঠেকানোর একমাত্র উপায় আক্রান্ত রোগীকে সম্পূর্ণ আলাদা রাখা অর্থাৎ আইসোলেশনে রাখা। এর মধ্যেই খবর পাওয়া গেছে, ভারতের একটি হাসপাতাল থেকে নিশ্চিতভাবে করোনা আক্রান্ত ১১ জন রোগী পালিয়ে গেছেন।

মুম্বাইয়ের একটি হাসপাতালে রবিবার (১৫ মার্চ) এ ঘটনা ঘটে। করোনা আক্রান্ত হওয়ায় তারা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। এর আগে, নাগপুরের এক হাসপাতাল থেকে পালিয়েছিলেন পাঁচ রোগী। তাদের শরীরেও করোনার জীবাণু ছিল বলে অনুমান করা হয়। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। রবিবার রাত নাগাদ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে।

 

নতুনসময়/আইকে